গুড্ডি কে দেখে দিনে দিনে বিরক্ত দর্শক, সোশ্যাল মিডিয়ায় বিরক্তিকর মন্তব্য গুড্ডি হেটার্সদের
বর্তমানে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে দর্শকদের চর্চার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে স্টার জলসার গুড্ডি ধারাবাহিকটি। গল্পে শুরু থেকেই ত্রিকোণ প্রেম কখনো আবার পরকীয়ার গল্প তুলে ধরার কারণে এই ধারাবাহিকটিকে প্রায় চর্চার মুখে পড়তে হয়েছে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, বরাবরই অনুজকে নিয়ে গুড্ডি এবং শিরিনের মধ্যে টানাটানি চলে। আবার অন্যদিকে গুড্ডির দিকে ঝুকে ছিল অনুজ। পরে যুধাজিৎ এর সাথে গুড্ডির বিয়ে হলেও অনুজ তাকে ভুলতে পারছিল না।
ধারাবাহিকের সাম্প্রতিক কয়েকটি পর্বে দেখানো হয়েছে, অনুজ এবং শিরিনের ছেলে পুবলুকে নিজের কাছে রাখা নিয়ে যুধাজিৎ এবং তাঁর মায়ের সঙ্গে গুড্ডির ঝামেলা চলছে। আর ধারাবাহিকের এই গল্প দেখে তো বিরক্ত দর্শকেরা।
সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, ‘গুড্ডির এমন কর্মকাণ্ডের পরও যে মেয়েগুলা এখনো গুড্ডিকে সাপোর্ট করছে তাদের প্রত্যেকের কপালে গুড্ডির মতো একটা সতীন জুটুক। আর যে ছেলেগুলা সাপোর্ট করছে তাদের প্রত্যেকের কপালে গুড্ডির মতো বউ জুটুক।’