বিনোদন

বাপ ঠাকুরদার পর অভিনয় জগতে পা রাখছেন প্রসেনজিৎ পুত্র তৃষানজিৎ, শুরুতেই মিলছে লিড রোল

টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন প্রসেনজিৎ। তাকে ছাড়া টলিউডের কথা ভাবা যায় না। আজও জনপ্রিয়তার দিক থেকে তিনি টক্কর দিতে পারেন যেকোনো সুপারস্টারকে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে ‘তৃষানজিৎ চ্যাটার্জী’। ঠাকুরদা বাবা সকলের পরে এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন প্রসেনজিত পুত্র।

সোশ্যাল মিডিয়ার পাতায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে তৃষানজিৎ। তবে তার অভিনয় জগতে পদার্পণের কথা শুনেই, সকলে চমকিত হয়ে উঠেছে। অবশ্য অনেকেই তাকে জানিয়ে ছিল যে, মিশুককে তারা টিভির পর্দায় দেখতে চায়। ইন্ডাস্ট্রিতে সকলে প্রসেনজিতের ছেলেকে মিশুক নামেই চেনেন।

এবার সেও অভিনয় জীবনে আসতে চলেছে। টলিউড ইন্ডাস্ট্রিতে লিড চরিত্রে অভিনয় করবে প্রসেনজিত পুত্র। বর্তমানে কলেজ পড়ুয়া তৃষানজিৎ। জানা গেছে, সেখানকারই একটি প্রোগ্রামের জন্য মঞ্চে অভিনেতা হিসেবে তার আগমন হতে চলেছে। নাটকটির নাম ‘লর্ড অফ দ্য ফ্লাইস’।

এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তৃষানজিৎকে। সম্প্রতি সেই নাটকের একটি পোস্টার প্রসেনজিৎ নিজে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দেখা গেছে একদল পড়ুয়া এবং তাদের পিছনে রয়েছে একটি ভেঙে পড়া প্লেন।

Back to top button