মিঠাইকে বাঁচাতে গিয়ে কেশবের চালানো গুলিতে প্রাণ হারালো মিঠি! জেনেনিন আসল ঘটনাটি
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’। প্রথম দিন থেকেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। জি বাংলার পর্দায় জনপ্রিয় এই সিরিয়ালকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। টিআরপি কমলেও জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি। এই ধারাবাহিকের গল্পে টুইস্ট যেনো আসতেই থাকছে। একবার মিঠাইয়ের মৃত্যু তারপরেই, মিঠাইয়ের মতো দেখতে মিঠির আগমন আর এখন নতুন করে সিদ্ধার্থের নিখোঁজ হওয়া, এই সব মিলিয়ে এই গল্পে চলছে টানটান উত্তেজনা।
সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, হঠাৎ করেই সিদ্ধার্থকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইদিকে তার দুই সন্তান শাক্য এবং মিষ্টি দুজনেই উতলা হয়ে গেছে বাবার না আসার কারণে। এরই মধ্যে প্রকাশ্যে একটি ভিডিও ক্লিপ। কুসুমপুরের জঙ্গলে গিয়ে সকলে দেখতে পেয়েছে জনার্দন সেজে যে ঘুরে বেড়াচ্ছে সে আসলে মিঠি। সেই জঙ্গলে থাকা কেশবের মুখোশ সকলের সামনে খুলে যায়। এবার মিঠাই স্থির করে, সে যা করেই হোক সিদ্ধার্থ এবং মিঠিকে সেখান থেকে উদ্ধার করে আনবে।
রাতুল বলে, সে বুঝে গেছে কেশব আসলে কিছু সম্পত্তি চায় আর সেই কারণেই সে মিঠিকে হিপনোটাইজ করে এইসব কাজ করাচ্ছে। এরপরে মিঠাই নিজেই মিঠি সেজে ওখানে উপস্থিত হয়ে জনার্দনের পূজোয় মত্ত হয়ে যায়। এরপর সেখানে এসে পড়ে কেশব। কেশব মিঠাইকে মিঠি ভাবে এবং তাকে হিপনোটাইজ করার চেষ্টা করে। তখনই সেখানে উপস্থিত হয় মিঠি।
কেশব মিঠি এবং মিঠাইকে একইরকম দেখে অবাক হয়ে যায়। এরপরেই দলবল নিয়ে হাজির হয় রুদ্র। সেখানে তাদের মধ্যেই সংঘর্ষ হতে থাকে। কেশব কিছুতেই ধরা দিতে চায়না। তাদের সংঘর্ষের মধ্যে হঠাৎ করে গুলি চলে যায় এবং সেই গুলি গিয়ে মিঠির কাঁধে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে যায় মিঠি। তবে, প্রকাশ্যে আসা সিরিয়ালের ভিডিও ক্লিপটি কোনো অফিসিয়াল পেজ থেকে প্রকাশ করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আর তাই এটি কতটা সত্যি তা নিয়ে দোটানা থেকেই যায়।