সৌন্দর্যের দিক থেকে অভিনেত্রী দিব্যা ভারতীকেও টেক্কা দেবে তার বোন, দেখুন ছবি
অভিনেত্রী দিব্যা ভারতীর কথা মনে আছে তো? বলিউডের সুপরিচিত অভিনেত্রী দিব্যা ভারতী, ৯০ এর দশকে তার সৌন্দর্য এবং অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। এক দুর্ঘটনার কারণে ১৯৯৩ সালের ৫ই এপ্রিল প্রাণ হারান অভিনেত্রী দিব্যা ভারতী। তবে তখনকার বলিউড অভিনেত্রীদের মধ্যে দিব্যার সৌন্দর্য সবথেকে সুন্দর ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সৌন্দর্যের দিক থেকে দিব্যার বোন কায়নাত অরোরাও কিছু কম নয়।
নিজের সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত হয়েছেন তিনি। বলে রাখি অভিনেত্রী দিব্যা কিন্তু কায়নাতের নিজের দিদি নন বরং দূর সম্পর্কের দিদি। সৌন্দর্যের দিক থেকেও কায়নাত কার্যত দারুন সুনাম করেছে। কায়নাত ১৯৮৬ সালের ২রা ডিসেম্বর উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুরে জন্মগ্রহণ করেন। কায়নাতের ছোট থেকেই শখ মডেল হবার।
২০১০ সালে ‘খট্টা মিঠা’-ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন দিব্যার বোন কায়নাত। কিন্তু কিছু বছর আর তাকে দেখা যায়নি। কায়নাতকে ২০২২ সালে ‘ইস্ক পশমিনা’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই সিনেমায় কায়নাতের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।
কিন্তু দিদি দিব্যা ভারতীর মতো অভিনয়ে পারদর্শী হয়ে ওঠেননি কায়নাত। দিব্যার বোন কায়নাত নিজেই বলেছেন পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসে না। সফলতা পেতে পরিশ্রম করতে হয়। এই কারণে অভিনেত্রী নিজে পরিশ্রম করে কাজ করে যাবেন।