বিনোদন

বৌ সেজে চমকে দিলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী, দিন শেষে দাবি করলেন তিনি সিঙ্গেল

কপালে সিঁদুর, চন্দনের সাজ, মাথায় ওড়না আর খোঁপায় ফুল। ঠোঁটের কোনায় চিলতে হাসি। পরনে লাল টুকটুকে বেনারসি পরে অভিনেত্রী রিমঝিম মিত্রের ছবি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন ‘নতুন জীবন শুরু করেছেন’।
যদিও কার সঙ্গে বিয়ে, কবে হলো বিয়ে, সে সব কিছু প্রকাশ করেননি অভিনেত্রী। তবে কি সত্যি বিয়ে করলেন অভিনেত্রী।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সবাইকে এপ্রিল ফুল বানিয়েছেন তিনি। তবে তবে সত্যি বিয়ের সানাইটা বাজছে কবে? রিমঝিমের কথায়, ‘এখনই না, তবে তেমন কাউকে পেলে কে বলতে পারে, করতেও পারি। আসলে আমি একেবারে সিঙ্গেল, জ্বলজ্বল করছি।’

কিন্তু কেন এখন বিয়ে করতে চাইছেন না অভিনেত্রী?

রিমঝিমের কথায়, ‘আসলে ৭-৮ বছরের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কে ভেঙে যায়। তার পর থেকে সিঙ্গেল। একটা সম্পর্ক মানে তো সময়ের চেয়েও বেশি আবেগ জড়িয়ে।’

অভিনেত্রী জানান, তার প্রাক্তন প্রেমিকের স্থায়ী সম্পর্কে আপত্তি ছিল। সেই কারণে ভেঙে যায় এত বছরের সম্পর্ক।

Back to top button