দীপা জেনে গেলো সোনার আসল পরিচয়! ‘অনুরাগের ছোঁয়া’-র নতুন মোড় দেখে মুগ্ধ দর্শক
বর্তমানে ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল অনুরাগের ছোয়া। সাম্প্রতিক ধারাবাহিকের কয়েকটি পর্বে দেখা গিয়েছে অনেক চমক যা ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই দেখেছেন। কিন্তু এই চমকের শেষ নেই। আবার এক ধামাকা এপিসোড আসতে চলেছে এই ধারাবাহিকে।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, হাসপাতালে দীপা যমজ সন্তান জন্ম দেওয়ার কথা জানতে পারে এবং তার পর সে তার আরেক মেয়ে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। অপরদিকে এই সুযোগ কে কাজে লাগিয়ে মিশকা দিপাকে জানায় যে, যদি সে সূর্যকে ডিভোর্স দেয় তাহলে সে তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে দেবে। কিন্তু হটাৎ সেখানে সূর্য চলে আসায় সেই সুযোগে বেঁচে যায় দীপা।
অন্যদিকে দেখা যায় সূর্যের বাবা দিপাকে বাড়ি ফেরানোর জন্য অসুস্থ হওয়ার নাটক করে। এরইমধ্যে ধারাবাহিকে দেখা যায় নতুন প্রোমো।দেখা যায় দীপা সূর্যের বাড়িতে গিয়ে সোনাকে তার সাথে যাওয়ার কথা বলে। তখন সোনা বলে, আমরা কোথায় যাচ্ছি ফুলমা? উত্তরে দীপা বলে, ফলমা নয় আজ থেকে আমায় শুধু মা বলে ডাকবে। অর্থাৎ সোনা যে তার আরেক মেয়ে সেটা জেনে গিয়েছে দীপা।
এদিকে সূর্যের বাবা দীপাকে হাতজোড় করে অনুরোধ করেন সোনাকে না নিয়ে যাওয়ার জন্য। তিনি দীপাকে জানায় সোনাকে না পেলে সূর্য বাচঁবে না। এবার কি তাহলে দীপা নিজের স্বামীর জন্য তার আর এক মেয়েকে সেন বাড়িতে রেখে যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় দর্শক।