টলিউডে বাজলো সানাই, বিয়ে সারলেন অভিনেত্রী রিমঝিম মিত্র! রইল বিয়ের ফটোগ্যালারি
এবার বাংলা ধারাবাহিকের আরও এক তারকা দিলেন তার বিয়ের খবর। কনের সাজে সেজে সবাইকে চমকে দিয়েছেন তিনি। বিয়ের সুখবর শোনালেন অভিনেত্রী রিমঝিম মিত্র। আজ সকাল-সকাল অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি করেছেন। অভিনেত্রীর এমন ছবি দেখে সকলেই অবাক হয়েছেন। রিমঝিম কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসলেন? উত্তর না পেয়ে বিভ্রান্ত বোধ করছেন টলিউড তারকারা। রিমঝিম যে এভাবে চুপি চুপি বিয়েটা সেরে ফেলবেন তা অনেকেই ভাবতে পারেননি।
সকলেই বেশ অবাক হয়েছেন অভিনেত্রীর এমন পোস্ট দেখে। কেউ কেউ আবার কমেন্ট করছেন, ‘‘নেমন্তন্ন করলি না?’’ তবে অভিনেত্রী কিন্তু এই বিষয়ে মুখ খোলেননি। তিনি কাউকেই কোনও উত্তর দেননি। রিমঝিম নিজের ছবি দিলেও তার পাত্রের ছবি দেননি। তাই সকলের সন্দেহ দৃঢ় হচ্ছে। হতে পারে বোকা দিবসে সবাইকে বোকা বানাচ্ছেন অভিনেত্রী।
সে যাই হোক, বিয়ের সাজে রিমঝিমকে দেখে সকলের মনে তাকে নিয়ে প্রশ্ন দানা বাঁধছে। কমেন্ট বক্সে অভিনেত্রীকে অনেকেই প্রশ্ন করেছেন তার এই বিয়ের খবরটা সত্যি কিনা। তাদের সকলের মন্তব্যে পছন্দ চিহ্ন এঁকে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু কাউকেই খোলসা করে কোন জবাব তিনি দেননি।
বাংলা সিরিয়াল তথা টলিউডের একজন দাপুটে অভিনেত্রী তিনি। রিমঝিম অসংখ্য বাংলা সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করেছেন। তিনি আলতা ফড়িং, কৃষ্ণকলি থেকে শুরু করে তিতলির মত সিরিয়ালে অভিনয় করেছিলেন।