বিনোদন

‘ডিস্কো ড্যান্সার’ থেকে ‘কাবুলিওয়ালা’, নতুন অবতারে পর্দায় আসছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী

তিনি যেমন টলিউডের মহাগুরু ঠিক তেমনি বলিউডেরও মহাগুরু। বলিউড থেকে টলিউড এক ডাকে যে বাঙালি অভিনেতাকে সকলে চেনে, তিনি হলেন ‘মিঠুন চক্রবর্তী’। শোনা যাচ্ছে এবার নাকি কাবুলিওয়ালার চরিত্রে সকলের কাছে ধরা দিতে চলেছেন অভিনেতা। বহুদিন অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

এরপরই ‘প্রজাপতি’ নামক সিনেমায় আবারো অভিনয়ের পর্দায় দেখা যায় মিঠুনকে। সেই সিনেমা ব্যাপকভাবে সাফল্য অর্জন করে বক্স অফিসে। শোনা যাচ্ছে আগামী দিনের পরিচালক সুমন ঘোষের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অনুসারে, কাবুলিওয়ালা চরিত্রে দেখা যাবে মিঠুনকে।

ইতিমধ্যেই কলকাতা এবং লাদাখে শুটিংয়ের জায়গা ঠিক করে ফেলা হয়েছে। প্রায় ১১ বছর পরেই আবারো সুমন ঘোষের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এর আগে এসভিএফের পরিচালিত ‘রকি’ সিনেমাতে দেখা গিয়েছিল মিঠুনকে।

সেই ছবিতে নিজের বড় পুত্রর সাথে অভিনয় করেছিলেন তিনি। যদিও সেই সিনেমা সেরকম সাফল্য অর্জন করতে পারেনি।

Back to top button