রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই দুটি বাংলা সিরিয়াল, জেনেনিন অন্তিম সম্প্রচারের দিনক্ষণ
বাংলা সিরিয়ালের জন্য টিআরপি তালিকার গুরুত্ব অপরিসীম। কারণ এই তালিকা নির্ধারণ করে দেয় বাংলার সব সিরিয়ালের ভাগ্য। টিআরপি ছাড়া একটিও সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছে না স্টার জলসা এবং জি বাংলা। স্টার জলসার গাঁটছড়া এবং জি বাংলার মিঠাই, এই দুটি ধারাবাহিক বলতে গেলে এখন এই দুই চ্যানেলের সব থেকে পুরনো ধারাবাহিক। একসময় টিআরপি তালিকাতে মিঠাই এবং গাঁটছড়ার মধ্যে জব্বর টক্কর চলছিল।
তবে বর্তমানে এই দুটি ধারাবাহিকের টিআরপি অনেকটাই নেমে এসেছে। তার জায়গা দখল করে নিচ্ছে নতুন সিরিয়ালগুলো। তবে যতই নতুন সিরিয়াল আসুক, জনপ্রিয়তার বিচারে স্টার জলসা এবং জি বাংলাতে সেরা এই দুটি ধারাবাহিক। তবে দর্শকদের জন্য রয়েছে একটা দুঃসংবাদ। কিছুদিনের মধ্যে এই দুটি সিরিয়াল চিরতরে বিদায় নিতে চলেছে। যতদূর জানা যাচ্ছে এপ্রিল মাসেই মিঠাই এবং গাঁটছড়া ধারাবাহিকের অন্তিম ঘন্টা বাজবে।
এর আগে মিঠাই এবং গাঁটছড়া বন্ধ হওয়া নিয়ে বহু ভুয়ো খবর রটেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে আর কোনও ভুয়ো খবর নয়, সত্যি সত্যি এই দুটো ধারাবাহিক শেষ হতে চলেছে। তবে এপ্রিল মাস পুরোটাই অবশ্য দর্শকরা তাদের এই দুটি ধারাবাহিক দেখতে পাবেন। ইতিমধ্যেই জানা গিয়েছে যে স্টার জলসার সঙ্গে গাঁটছড়া সিরিয়ালের নায়িকা শোলাঙ্কি রায়ের চুক্তির মেয়াদ নাকি ফুরিয়ে এসেছে।
৩১ শে এপ্রিল, এই চুক্তির শেষ দিন। এই খবর আসতেই দর্শকরা বেশ বুঝে গিয়েছিলেন শোলাঙ্কি সিরিয়াল ছেড়ে যাচ্ছেন মানে সিরিয়ালের অন্তিম দিন ঘনিয়ে আসছে। এবার শোনা যাচ্ছে গাঁটছড়ার পাশাপাশি বিদায় নেবে মিঠাই।