নেই কোনও কুটকাচালি পরকীয়া, স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের প্রশংসা করছেন দর্শকরা
স্টার জলসায় দু সপ্তাহ আগে শুরু হয়েছে নতুন একটি ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। আর পাঁচটা কুটকাচালীমূলক সিরিয়াল নয়, দর্শকদের মধ্যে যারা এতদিন ধরে নিখুঁত বিনোদনের অপেক্ষায় ছিলেন তাদের আশা পূরণ করল এই নতুন ধারাবাহিক। আছে দুই কিশোর-কিশোরীর দস্যিপনায় মোড়া ভালবাসার গল্প। দস্যিপনা এবং ভালবাসার এই নতুন ধরনের গল্প দর্শকদের দেখতে বেশ ভালই লাগছে। দর্শকদের মতে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়াল যেন এক লহমায় তাদের এই যুগে দাঁড়িয়েও স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে গিয়েছে।
কুটকাচালি, পরকীয়া নেই, বরং দুষ্টু-মিষ্টি খুনসুটির গল্প নিয়ে কমলা ও মানিকের ভালবাসার গল্প নজর কাড়ছে দর্শকদের। ব্রিটিশ আমলের প্রেক্ষাপটে এই সিরিয়ালটির গল্প লেখা হয়েছে। কমলা শান্তশিষ্ট এবং ভীষণ বুদ্ধিমতী মেয়ে। অন্যদিকে মানিক হল দুষ্টু, পড়াশোনা লাটূ তুলে দিয়ে সারাক্ষণ নিজেকে পৃথ্বীরাজ ভেবে দলবল নিয়ে পাড়া থেকে স্কুলবাড়ি মাথায় তোলে সে। এরকম এক দুষ্টু ছেলেকে শায়েস্তা করতে তার বাড়ির লোক কমলার সঙ্গে বিয়ে ঠিক করে।
কিন্তু বিয়েতে বেজায় আপত্তি রয়েছে তার। এই নতুন সিরিয়ালের নায়ক-নায়িকা হলেন সুকৃত সাহা এবং অয়ন্যা চ্যাটার্জী। সিরিয়ালে এখন মানিক এবং কমলার বিয়ের তোড়জোড় চলছে। তবে বিয়ে করতে চায় না মানিক। বিয়ে ভাঙার জন্য নানা ধরণের দুষ্টুমি করতে থাকে সে। তবে মানিকের সমস্ত দুষ্টু কাণ্ডকারখানা বুদ্ধি করে সামলায় কমলা। এরকম একটি সুন্দর গল্প দেখে দর্শকরা প্রশংসা করছেন এই ধারাবাহিকের।
আগেকার দিনের বাংলার পারিবারিক ছবি কতটা মধুর ছিল তা হুবহু ফুটে উঠেছে এই সিরিয়ালে। দর্শকরা বলছেন এই সিরিয়াল দেখতে বসলে মনে হয় যেন কয়েক যুগ আগে পৌঁছে গিয়েছেন তারা। আধঘন্টাতে মন ভরে না তাদের, সিরিয়ালটি এক ঘণ্টার হলে ভাল হত বলে দাবি করছেন তারা।