বিনোদন

“পোখরাজ শুধু মাত্র রাধিকার”! এক্কা দোক্কা ধারাবাহিকে বুবলুর এই কথা শুনে মুগ্ধ দর্শক

লেখিকা লীনা গাঙ্গুলির লেখা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে বর্তমানে বেশ চর্চায় রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কা। জনপ্রিয় এই বাংলা ধারাবাহিকটি খুব কম সময় দর্শকদের জনপ্রিয় হয়ে উঠেছে।

ধারাবাহিকের মূল নায়ক- নায়িকা রাধিকা-পোখরাজের জুটি টি শুরু থেকেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। দর্শকরা ভালোবেসে তাঁদের এই জুটির নাম দিয়েছেন ‘রাধিরাজ’। তবে ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন একে অপরকে অসম্ভব ভালোবাসলেও ভাগ্য চক্রে আলাদা হয়ে গিয়েছে রাধিকা পোখরাজ।তড়িঘড়ি বিয়ের পর আগেই ডিভোর্স হয়েছে তাদের।

তারপরেই গল্পের মোড় ঘোরাতে ধারাবাহিকে এন্ট্রি হয় ডক্টর অনির্বাণ গুহর। যিনি আবার কয়েকদিনের মধ্যেই রাধিকাকে ভালোবেসে ফেলেছে ।আর তা দেখেই দর্শকদের একটি বড় অংশ অসন্তুষ্ট হয়েছেন। কার্যত এই ধারাবাহিকের দর্শকরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। প্রিয় ‘রাধিরাজ’ জুটি ভেঙে যাওয়ায় অনেক ভক্তদেরই মন খারাপ হয়ে গিয়েছে। বিশেষ করে ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে নেমেছিলেন পোখরাজ ভক্তরা।

এসবের মধ্যেই ধারাবাহিকে দেখা গেল এক নতুন চরিত্র রঞ্জাবতী। রাধিকার ওপর অভিমান করে আর খানিকটা পরিস্থিতির চাপে পড়ায় তাকে বিয়ে করতে বাধ্য হয় পোখরাজ। ইতিমধ্যেই নতুন বউকে নিয়ে মজুমদার বাড়িতে হাজির হয়েছে পোখরাজ।

জনপ্রিয় জুটি টির মিল না হওয়ায় দিনেদিনে এই ধারাবাহিকের দর্শকের সংখ্যা কমে যাচ্ছিল।এরইমাঝে টিআরপির তালিকায় ভালো ফল করতে আচমকাই মজুমদার বাড়িতে ফিরে আসেন কোহিনুর বুবলি। বুবলি আসতেই ধারাবাহিকটি আবার আগের মতো জমে উঠেছে।এমনটাই ভাবছে ভক্তরা। তার পর হাতের কাছে রঞ্জাবতীকে পেয়েই বাবলু স্পষ্ট জানিয়ে দেয় যে, ‘পোখরাজ শুধু মাত্র রাধিকার’। আর এইটুকু তার অভিনয় দেখে খুবই খুশি দর্শক। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বুবলু’র জন্য প্রাণ ফিরে এলো ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে”।

Back to top button