নিউজ

‘প্রেম করলেই ইতালি ভ্রমণ করা যাবে’

পারিবারিক সম্পর্ক না থাকলে করোনা আবহে বিদেশ থেকে ইতালিতে প্রবেশে ছিল কঠোর নিয়ম। অবশেষে দূর হয়েছে সেই বাধা। স্থানীয় মিডিয়া দা লোকালের একটি প্রতিবেদন অনুযায়ী সোমবার সন্ধ্যায় ইতালির প্রধানমন্ত্রী
জুসেপ্পে কন্তের কোভিড-১৯ এর জন্য ইতালি ভ্রমণে যে বাধা -নিষেধ ছিল তা উন্মুক্ত করে দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে যেকোনো ব্যক্তি ও পরিবার এমনকি প্রেমিক -প্রেমিকা সম্পর্ক আছে তারাও সহজেই এখন থেকে ইতালিতে ঘুরতে যেতে পারবেন।

তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ হতে যে কোনো ব্যক্তি ইতালিতে প্রবেশ করতে পারবে যখন তার বিশ্বাস যোগ্য কোন স্থিতিশীল সম্পর্ক থাকবে।

করণকালের নিয়ম অনুযায়ী কোনও ইতলায়ও নাগরিকের স্ত্রী বা সন্তানের বিদেশ থেকে ইতালিতে আসা সম্ভব ছিল তবে অবিবাহিত অংশীদারদের বাধা দেওয়া হয়েছিল। সেপ্টেম্বর থেকে সেই নিয়ম শিথিল করে দেওয়া হয়েছে এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের যেকোনো পরিবার ও প্রেমিক-প্রেমিকা ইতালি ভ্রমণ করতে পারবে,
তবে কোনও সম্পর্ক না থাকলে আপাতত কোনো ব্যক্তিকে ইতালি প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।

Back to top button