জেলের ভেতর কেমন কাটলো রিয়ার প্রথম রাত, প্রকাশ্যে সেই তথ্য
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বেশ আলোচিত নাম রিয়া চক্রবর্তী।মঙ্গলবার দুপুরে এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া।তারপর থেকে ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গে এনসিবির লক আপেই সময় কাটছে বলিউডের এই বাঙালি অভিনেত্রীর। কিন্তু জেলে কেমন কাটলো রিয়ার প্রথম রাত?
জানা যায়, রবিবার ও সোমবার এনসিবি রিয়াকে বেশ কয়েকঘন্টা ধরে জেরা করেন।এরপর মঙ্গোল আবার এনসিবির থেকে রিয়ার ডাক আসে। রিয়া সেখানে গেলে দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এমনকি বিকেলে রিয়ার মেডিক্যাল টেস্ট করানো হয়। এরপর রাত বারোটার দিকে ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গে রাতের খাবার খান রিয়া চক্রবর্তী।
সংস্তাহার কর্মকর্তা অশোক জৈন বলেন, ‘রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আমাদের কাছে সমস্ত রকম প্রমান আছে।তাই রিয়াকে আর রিমান্ডে নেওয়ার দরকার নেই। রিয়াকে জিজ্ঞাসাবাদ করে আমরা সন্তুষ্ট হয়েছি। এখন শুধু রিয়ার জবাব মিলিয়ে দেখবার জন্য গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। ‘