বিনোদন
কত বছর পর্যন্ত জেল হবে রিয়া চক্রবর্তীর? জেনেনিন
অবশেষে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে।রিয়ার আগে নাকি তার ভাই সৌভিককে গ্রেফতার করেছে পুলিশ । সৌভিক যখন গ্রেফতার হন তখন রিয়ার বাবা নাকি সংবাদমাধ্যমে বলেছেন, ‘সৌভিককে যখন গ্রেফতার করা হয়েছে তাহলে এখন রিয়ার পালা।’ আর সেটাই ঠিক হয়ে গেলো।
কিন্তু কত বছর পর্যন্ত জেল হবে রিয়া চক্রবর্তীর? জানা যায়, রিয়ার বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে সুশান্তকে মাদক জোগানোর অভিযোগ এনেছেন এনবিসি। আর এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে ১০বছর পর্যন্ত জেল হবে রিয়া চক্রবর্তীর।
তবে রিয়া নিজেও মাদক করতেন নাকি একথা জানা যায়নি।এমনকি জানা যায়, রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর নাকি মাদকচক্রের সঙ্গে জড়িত আরো ২৫জন বলিউড তারকার নাম ফাঁস করে দিয়েছেন। কিছুদিনের মধ্যে সেই ২৫জন ব্যক্তিকে জিজ্ঞাসা বাদ করা হবে বলে জানা গিয়েছে।