বিনোদন
১৬৫০ একর জমি কিনলেন প্রভাস
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস একের পর এক সুপারহিট ছবি ভক্তদের উপহার দিয়ে তাদের মনে পাকা জায়গা করে নিয়েছেন।তবে লকডাউনের সময় কাজ বন্ধ থাকলেও প্রভাসকে ভুলে যাননি ভক্তরা।কবে নতুন ছবি নিয়ে আসবেন প্রভাস সেই অপেক্ষায় থাকেন তার ভক্তরা।
জানা যাচ্ছে, প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’ তার আগেই গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ গ্রহণ করে ১৬৫০ একর জমি কিনলেন এই অভিনেতা। গতকাল রাতে প্রভাস এমনই এক তথ্য জানান ফেসবুকে ।
প্রভাস জানান, কাজী পল্লীর বনবিভাগের কাছ থেকে ১৬৫০ একর রিজার্ভ জমি অভিযোজন করেছি।হায়দ্রাবাদের কাছেই অবস্থিত ওই বনটি।আমার বিশ্বাস, ওই জায়গায় অতিরিক্ত ফুসফুস হিসেবে কাজ করবে।সআমি প্রথমেই ধন্যবাদ জানাই রাজ্যসভার সদস্য সন্তোষ কুমারকে। এমনকি ধন্যবাদ জানাচ্ছি বনবিভাগকেও। কারণ তারাই একমাত্র আমার এই কাজে সুযোগ করে দিয়েছেন।