অভিনেত্রী কঙ্গনা রানাউতের সুরক্ষায় হিমাচল প্রদেশ সরকার
এবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে সুরক্ষা দেবে হিমাচলপ্রদেশ সরকার। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর নিজ রাজ্যের ডিজিপিকে এমনই নির্দেশ দিয়েছেন। কিছুদিন আগেই নিজের সুরক্ষার জন্য অভিনেত্রী কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশ সরকারকে আবেদন করেছিল।
মর্মে
গতকাল, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, এই বিষয় নিয়ে কঙ্গনার বাবা রাজ্য ডিজিপিকে একটি চিঠিও লিখেছেন। এর পাশাপাশি তাঁকে অভিনেত্রীর দিদিও ফোন করেছিলেন। সেপ্টেম্বরে কঙ্গনার মুম্বই আসার কথা আছে। ততদিন তাঁকে সুরক্ষা দেওয়ার কথা ভাবছে হিমাচল প্রদেশ সরকার।
প্রসঙ্গত, মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে শিবসেনার তোপের মুখে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সাথে তর্ক বিতর্ক লেগেই রয়েছে। কঙ্গনার কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সঞ্জয় রাউত বলেন, ‘উনি আমার কাছে ক্ষমা চান তাহলে আমি ভেবে দেখব। মুম্বইকে উনি মিনি পাকিস্তান বলেছেন, আহমেদাবাদের সম্পর্কেও এমনটাই বলার সাহস আছে তো ওঁর?’