২০২১-এর শুরুতেই আরও একটি মহাকাশ অভিযানে ISRO
ISRO (Indian Space Research Organisation – ISRO) একের পর এক নতুন কীর্তি স্থাপন করেই চলেছে। আর এরই মধ্যে ISRO ২০২১-এর শুরুতে চন্দ্রযান- ৩ লঞ্চ করতে চলেছে। গতকাল, কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং এমনটাই জানিয়েছেন। যদিও চন্দ্রযান-২-এর বিপরীতে চন্দ্রযান-৩-এ সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। চন্দ্রযান-2এর বিপরীতে এটিতে ‘অর্বিটর’ থাকবে না, এর পরিবর্তে এটিতে শুধুমাত্র একটি ল্যান্ডার আর রোভার থাকবে।
গত বছর সেপ্টেম্বর মাসে চন্দ্রযান-২ চাঁদের মাটিতে ‘হার্ড ল্যান্ডিং’ করেছে। তবে এবার ISRO এই বছরের শেষের দিকে অন্য একটি মহাকাশ অভিযানের পরিকল্পনা করেছে। কিন্তু এই করোনা ভাইরাসের জেরে লকডাউন ISRO ‘র পরিকল্পনাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আর এর ফলেই চন্দ্রযান-৩ এর অভিযানে দেরি হয়েছে। চন্দ্রযান-৩, চন্দ্রযান-২-এর পুনঃ অভিযান। আর এই মিশনে চন্দ্রযান-২ এর মতোই একটি ল্যান্ডার আর রোভার থাকবে।
উল্লেখ্য, গত বছর ২২ জুলাই চন্দ্রযান-২ লাঞ্চ করা হয়েছিল। চন্দ্রযান-২ কে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করার পরিকল্পনা ছিল। কিন্তু ৭ডিসেম্বর ল্যান্ডার বিক্রম ‘হার্ড ল্যান্ডিং’ করে সেই প্রয়াস ব্যর্থ হয়ে যায়অভিযান অনুযায়ী পাঠানো অর্বিটর সঠিক ভাবেই কাজ করছে।