বিনোদন

কঙ্গনা এখন মুম্বাইয়ের ‘চোখের বালি’ হয়ে উঠেছেন!

সম্প্রতি মুম্বাই শহরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলে বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। এর আগে একের পর এক বিতর্কিত মন্তব্য করে কটাক্ষের স্বীকার হন কঙ্গনা। এমনকি তিনি যে মুম্বাই শহরে মোটেও সুরক্ষিত বোধ করছেন না এমন মন্তব্যও করেন কঙ্গনা।

কঙ্গনার মতে, ‘তিনি আপাতত মুম্বাই পুলিশকে বেশি ভয় পাচ্ছেন। তাই যদি সুরক্ষা পেতে হয় তাহলে তিনি নাকি হিমাচল প্রদেশ সরকার বা কেন্দ্রের কাছে চাইবেন। কিন্তু তবুও মুম্বাই পুলিশের কাছে নয়।’মুম্বাই পুলিশকে নিয়ে টুইট করার পর কঙ্গনা আরেকটি টুইট করে লেখেন, ‘তাকে নাকি শিবসেনা নেতা সঞ্জয় রাউত মুম্বাইয়ে না ফেরার হুমকি দিয়েছেন।’

কঙ্গনা এই কারণে জানান, ‘কেন তার এই শহরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে!’কঙ্গনার এমন মন্তব্য শুনে বিজেপি জানিয়েছে, ‘যিনি এই মুম্বাই শহরকে সমর্থন করেন না তাকে আমরাও সমর্থন করবো না। কারণ, কঙ্গনা একটি ঘৃনা মন্তব্য করেছেন।’ এই পরিস্থিতে ভক্তরাও কঙ্গনার ওপর ক্ষেপেছেন।যার ফলে বর্তমানে কঙ্গনা মুম্বাইয়ের চোখের বালি হয়ে উঠেছেন।

Back to top button