অফবিট

‘ভালো কাজের হোটেল’, ভালো কাজ করলেই পাবেন বিনামূল্যে খাবার

সাধারণ অন্য হোটেলের মতো এই হোটেল নয়। নেই হোটেলে কোনও কর্মচারী। নেই কোনো ম্যানেজার বা ক্যাশ কাউন্টার। নেই খেতে আসা লোকেদের হাক -ডাক। হোটেলের নেই কোনও সুসজ্জিত চেয়ার অথবা টেবিল। আর সেই সাথে নেই পাঁচ মিশালী কথার হট্টগোল। আর আপনি হয়তো এমন হোটেল দেখে বা এমন হোটেলের কথা শুনে অবাক হয়ে বলবেন ‘এ কেমন হোটেল ?’

আসলে এই হোটেল হলো ‘ভালো কাজের হোটেল’। হোটেলটি রাস্তার ধরে ফুটপাথের ধরে একটি দেয়ালের ধারে অবস্থিত সেই ফুট পাঠের দেওয়ালে লালা অক্ষরে লেখা ‘ভালো কাজের হোটেল’।
প্রতিবেশী দেশ বাংলাদেশের কমলাপুর আইসিডি কাস্টমসের ধরেই তাকালে দেখতে পাবেন এই হোটেলটি।

এই হোটেলে খাওয়ার একটাই শর্ত আপনাকে করতে হবে একটি ভালো কাজ। আর সেই কাজের কথা তথ্য প্রমান সহ জানাতে পারলেই মিলবে বিনামূল্যে খাবারের প্যাকেট। প্রতিদিন এই হোটেলে ২০০-২৫০ জন নিয়মিত খাবার খায়।

Back to top button