গত ২৭ আগস্ট বিরাট গোটা দেশকে চমকে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আগামী বছরের শুরুতেই তিনি বাবা হতে চলেছেন।
এরমধ্যেই আরবে আইপিএল খেলতে বিরাট এর সাথে চলে গেছেন স্ত্রী অনুষ্কা । সেখানে টিম ক্যাম্পেও চলেছে উপভোগ। বিরাটের সন্তান কী হবে তা নিয়েও শোরগোল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এবার তার সন্তান ক হবে সেই বিষয়েই বললেন ব্যাঙ্গালোরের এক বিখ্যাত জ্যোতিষী। পন্ডিত জগন্নাথ গুরুজী ভবিষ্যদ্বাণী করলেন যে মেয়ের জন্ম দিতে চলেছেন অনুষ্কা। অবশ্য, তিনি জানান যে, পুত্র হোক কি কন্যা, সবই ভগবানের দান।