কাশ্মীরে উত্তেজনা কমাতে সেখানকার যুবকদের ভুল পথে যাওয়া হাত থেকে বাঁচাতে হবে বলে মনে করা হচ্ছে । আর এই কাজটা করতে পারবেন মহিলা পুলিশরাই। শুক্রবার এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত ৪২ সপ্তাহ ধরে ১৩১জন আইপিএস প্রশিক্ষণ চলে হায়দরাবাদে। এদেড় মধ্যে ২৮ জন মহিলা। সেই উপলক্ষে এদিন হায়দরাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে হওয়া ‘দীক্ষান্ত প্যারেড’ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেই সভায় মোদী জম্মু-কাশ্মীরের জঙ্গি কমানোর প্রসঙ্গে বলেন, “অল্প বয়স থেকেই যুবদের ভুল পথে যাওয়া থেকে আটকাতে হবে। মহিলা পুলিশরাই এই কাজটা করতে পারবেন সেখানকার মহিলাদের সঙ্গে মিশে।”
কোভিড-১৯ মহামারীর সময়ে পুলিশকে নিয়েও প্রশংসা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “খাকি পোশাকের মানবিক মুখ মানুষের মনে থাকবে ভাল কাজের জন্য বিশেষ করে মহামারীর সময়ে।” তারই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পুলিশের পোশাকের ক্ষমতার থেকে বড় করে দেখা উচিত এই উর্দির গর্বকে। তিনি পুলিশ কর্মীদের উদ্দেশে বলেন, “আপনাদের পোশাকের প্রতি সম্মান যেন কখনও চলে না যায়।”