নিউজঅফবিট

আপনার মনের মানুষ কি আপনার সঙ্গে হিংসা করে? বুঝেনিন এই উপায়ে

হিংসা, রাগ, ভালোবাসা নিয়েই গড়ে উঠে একটা সম্পর্ক।তবে প্রেমের মধ্যে হিংসাটা খুব কমই দেখা যায়।কিন্তু আপনার মনের মানুষটি কি আপনার সঙ্গে হিংসা করে? এটি আপনি বুঝতে পারছেন না । তাহলে দেরি না করে দেখেনিন নিচের এই উপায়গুলি। যেগুলি আপনাকে বুঝতে সাহায্য করবে।

১-অন্য কেউ যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে আপনার মনের মানুষ যদি সেই ছেলে বা মেয়েটিকে যদি আপনার নামে খারাপ কথা বলে। তাহলে নিশ্চই সে আপনাকে হিংসা করে।

২-আপনার মনের মানুষ যদি কথায় কথায় রাগ দেখান বা যদি কোনো কথায় খুট ধরার চেষ্টা করে তাহলে নিশ্চই সে আপনাকে হিংসা করে।

৩-আপনার মনের মানুষের সামনেই যদি কেউ আপনার প্রশংসা করেন। তাহলে আপনার মনের মানুষটি যদি মুখ ঘুরিয়ে নেয় বা সেখান থেকে চলে যাওয়ার জন্য যদি ছটফট করে তাহলে নিশ্চই সে আপনার সঙ্গে হিংসা করে।

৪-আপনি যে পথে হেটে অফিসে ইনক্রিমেন্ট পেলেন। সেই একই পথ ধরে যদি আপনার মনের মানুষটি সাফল্য পেতে চায় তাহলে নিশ্চই সে আপনাকে হিংসা করে।

Back to top button