নিউজ
মিয়া খলিফার খোঁজ করছেন মার্কিন সেনা সদস্যরা, কিন্তু কেন?
প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফাকে চেনেন না এমন মানুষ নেই বললেই চলে। তবে এবার সেই মিয়া খলিফাকেই খুঁজে বেড়াচ্ছেন মার্কিন সেনা সদস্যরা। সিরিয়ার জনগণের কাছে তারা জানতে চাইছেন নমিয়া খলিফার ব্যাপারে। টিকটকের একটি ভিডিওতে এমনি দেখা যাচ্ছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নিমিষেই ভাইরাল হয়ে যায়।
ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, উলফগ্যাং সিরিয়ার একটি তল্লাশি চৌকিতে দুই যুবককে দাঁড় করেছেন মার্কিন সেনা সদস্যরা। আর তারপর মিয়ার সম্পর্কে জানতে চাইছেন। ওই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘আসলে আমরা জানতে চেয়েছিলাম, মিয়া খলিফাকে দেখেছি।’
ভিডিওটির নিচে অনেকেই মন্তব্য করেছেন, সিরিয়ার ওই যুবকরা সত্যিই মজার মানুষ।এমনকি একজন লিখেছেন, পর্ন দেখে না বলে সিরিয়ার জনগণকে বোকাভাবে মার্কিন সেনারা! মার্কিন সেনাবাহিনী এভাবেই সেখানকার জনগণকে বিবেচনা করে।