আস্তে চলছে করোনা ভ্যাকসিন ,ফুটছে দেশবাসীর মুখে হাসি
বিশ্বজুড়ে চলছে করোনা ,যখন করোনা থাবা বসিয়েছে, তখন বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এই মহামারীর জন্য ভ্যাকসিন তৈরিতে মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু কবে মিলবে এই টিকা? আগামী ১ নভেম্বর থেকে আমেরিকায় ভ্যাকসিন পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে । ট্রাম্প প্রশাসনের এক নির্দেশিকা থেকে এই জল্পনা আরও দৃঢ় হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রদেশকে করোনার ভ্যাকসিন সরবরাহ ও বন্টনের জন্য প্রস্তুত থাকতে ওই নির্দেশিকায় বলা হয়েছে। তাহলে কি সত্যি এবার বাজারে আসতে চলেছে করোনা ভ্যাকসিন?
তবে প্রথমেই সকল করোনা আক্রান্ত ব্যক্তিকে এই ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে না ট্রাম্প । জরুরী পণ্যের সঙ্গে যুক্ত কর্মী, নিরাপত্তাকর্মী, প্রবীণ নাগরিক এবং বিপদসীমায় থাকা জনগোষ্ঠীর সদস্যদের মধ্যেই প্রথম ভ্যাকসিনের প্রয়োগ করা হবে। এর ফলে সুস্থতার হার যখন বাড়বে, তখন সাধারণের মধ্যে সরবরাহ করা হবে। এই খবর প্রকাশ আসা মাত্র স্বস্তি পেয়েছে আমেরিকাবাসী।
এই খবর জানা মাত্র ভারতের বিভিন্ন মহলও আশার আলো দেখছে। অনেকেই ভাবছেন যে, নিজেদের দেশে এই ভ্যাকসিন আনার পর তা ভারতেও রপ্তানি করবে আমেরিকা। যদিও এ প্রসঙ্গে কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি এখনো।