ভারতে ফিরতে পারে টিকটক। টিকটকের ভারতীয় অংশকে কিনতে প্রস্তুত জাপানি সংস্থা সফটব্যাঙ্ক।জানা যায় এর জন্য সফটব্যাংক ভারতীয় কোনও অংশীদার খুঁজছে। কথা চলছে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে। জুলাই মাসে ভারত সরকার জাতীয় সুরক্ষা এবং গোপনীয়তার কথা উল্লেখ করে টিকটক সহ মোট ৫৮ টি চিনা অ্যাপস বন্ধ করেছিল। কেন্দ্র সরকার জানিয়েছিল টিকটক চিনা সরকারের সঙ্গে তাঁদের ব্যবহারকারীদের ডেটা শেয়ার করছে। আমেরিকাতেও ব্যান হয়েছে টিকটক।
টিকটকের কিছু অংশের মালিক রয়েছে জাপানি সংস্থা সফটব্যাংক। এবার তাঁরা চিনা কোম্পানি বাইটড্যান্সের থেকে ভারতীয় অংশ কিনে নিতে সচেষ্ট হয়েছে। এর জন্য তাঁরা ভারতীয় কোম্পানি রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গেও কথা বলেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।কিন্তু এব্যাপারে জিও ও এয়ারটেল কোনও মন্তব্য করতেননি। সফটব্যাংক অন্য কোম্পানিরও খোঁজ করছে বলে জানা গিয়েছে।
ভারতে মোট ব্যবহারকারীদের মধ্যে ৩০ শতাংশই ছিল ভারতীয়। ১০ ভাগ আয় হত শুধু ভারত থেকেই। ২০২০তে টিকটক অ্যাপটি ডাউনলোড হয়েছিল ২ বিলিয়নবার। এর মধ্যে ৬১ কোটির বেশি ছিল ভারতীয় ডাউনলোডকারী। ভারতে এই অ্যাপ বেশি ডাউনলোড হয়েছিল চীনের তুলনায় ।