নিউজঅফবিট

বাড়ি তল্লাশির পর এনসিবির হাতে স্যামুয়েল মিরান্ডা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগ রয়েছে কিনা সেই রহস্য পর্দা ভেদ করতে নেমেছে এনসিবির সার্চ টিম। রিয়া-শৌভিকের বাড়ির পাশাপাশি নারকোটিক্স ব্যুরোর আর একটি দল গিয়েছিল স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও। ইতিমধ্যেই স্যামুয়েল মিরান্ডাকে আটক করেছে এনসিবি। তাঁর বাড়িতে তল্লাশির পর জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স ব্যুরোর কর্তারা তাঁকে নিয়ে গিয়েছেন নিজেদের দফতরে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে রিয়া দাবি করেছিলেন যে সুশান্ত গাঁজা খেতেন। এবং তিনি সুশান্তকে নেশা করা থেকে থামাতে চেয়েছিলেন। এছাড়াও রিয়া বলেন,’ তিনি জীবনে কোনও দিন মাদক সেবন করেননি। তাই যেকোনও সময়ে রক্ত পরীক্ষা করানোর জন্য তিনি প্রস্তুত’। যদিও রিয়ার বিরুদ্ধে রাজপুত পরিবারের অভিযোগ
তিনিই ইচ্ছে করে সুশান্তকে ড্রাগ বা মাদক দিয়েছেন।

মুম্বইয়ের বান্দ্রা থেকে জাইদ ভিলাত্রা নামের বছর ২০-র এক ড্রাগ ডিলারকেও গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল । জানা যায় রিয়ার ভাই শৌভিক এবং সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে যোগাযোগ ছিল জাইদের। মুম্বই, বেঙ্গালুরু এবং গোয়ার আরও অনেক মাদক পাচারকারীর উপর নজর রয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর।

Back to top button