কি ছিল সুশান্তের মনের মধ্যে? জানালেন চিকিৎসকেরা
কি হয়েছিল সুশান্ত সিং রাজপুতের? আর কেনই বা তিনি আত্মহত্যা করলেন? নাকি সুশান্তকে কেউ খুন করেছেন? এই প্রশ্নের উত্তর কিছুতেই যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এবার সুশান্তের দুজন মনো চিকিৎসক জানালেন সুশান্তের মনের অবস্থা।
চিকিৎসক জানান, ‘মনের অসুখ সারানোর চিকিৎসা চলছিল সুশান্ত সিং রাজপুতের । কিন্তু একটা সময় ওষুধ খাওয়া বন্ধ করে দেন অভিনেতা । যার ফলে তাঁর মানসিক অবস্থার আরও অবনতি হচ্ছিল।তবে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী সুশান্তের চিকিৎসা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন।’
এরপর ওই চিকিৎসক আরো জানান যে, ‘গত ৮জুন রাতে সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে যান রিয়া। এরপর রিয়া আমাকে ফোন করে বলেন, সুশান্তের মানসিক অবস্থা ভালো নেই। আপনারা কিছু করুন। তারপর আমি সুশান্তকে ফোন করে বলি, সুশান্ত তুমি নাকি নিয়মিত ওষুধ খাচ্ছেন না। তবে একথার কোনো উত্তর না দিয়ে অভিনেতা শুধু হেসেছিলেন।কিন্তু তবুও আমি তাকে ওষুধ খেতে বলি। আর এরপর ১৪জুন হঠাৎ শোনা যায় সুশান্ত নাকি আত্মহত্যা করেছেন।’