নিউজ

অনলাইন ক্লাসের মাঝেই গলায় দড়ি

অনলাইন ক্লাসের মাঝেই গলায় দড়ি, আত্মহত্যা করলো রিজেন্ট পার্ক এলাকার এক স্কুল ছাত্র। বাড়ি থেকে বেরোনোর সময়ও বাবা দেখে গেছিলেন ছেলে ক্লাস করছে, কিন্তু কিছুক্ষণ পরেই তার বাবা দরজা ভেঙে উদ্ধার করে সপ্তম শ্রেণীর ওই ছাত্রের ঝুলন্ত দেহ।

লকডাউন চলাকালীন স্কুলের পড়াশোনা চলতো অনলাইনেই। কিন্তু পড়াশোনা করতে রাজি না থাকায় তাকে প্রায়ই বকাবকি শুনতে হতো তার বাবা-মার কাছে । প্রতিদিনের মতন এদিনও তার বাবা-মা কাজে বেরোন। তখন তাকে অনলাইন ক্লাসের জন্য বসিয়ে দিয়ে যায়। কিন্তু তার কিছুক্ষণ এর মধ্যে ওই ছাত্রের বাবা বাড়ি ফিরে আসেন,আসে ছেলের ঝুলন্ত দেখে ভেঙে পড়েন এবং রিজেন্ট পার্ক থানায় খবর দেন। পুলিশের অনুমান করে বলেন ক্লাস চলাকালীনই ওই ছাত্র আত্মহত্যা করেছে।

পুলিশএর খবর অনুযায়ী ওই ছাত্রের বাবা মা দুজনেই চাকরি করতেন । কিন্তু কাজের সূত্রে তার বাবা বাইরেই থাকতেন, তিনি ছিলেন রেলের ঠিকাদার। মা শহরের একটি দাঁতের ক্লিনিকের একজন কর্মী।রিজেন্টপার্কের কালীতলায় থাকতেন এই পরিবার। বাড়ি ফিরে অনেক ডাকাডাকির পরেও সাড়া মেলেনি ওই ছাত্রের।পরে চিৎকার শুনে আসেন প্রতিবেশীরা। দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই সমস্ত ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন রিজেন্ট পার্ক পুলিশ।

Back to top button