নিউজ

দল ভাঙাতে টাকার থলি নিয়ে ঘুরছেন প্রশান্ত কিশোর

বিজেপির ঘর ভাঙার অভিযোগে তৃণমূল এর প্রশান্ত কিশোরকে কাঠগড়ায় তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “প্রশান্ত কিশোর ও তাঁর টিম ফোন করে বিজেপি কর্মীদের দলে টানার চেষ্টা করছেন।”

দিলীপ ঘোষ বলেন, “শুধু এই পশ্চিম মেদিনীপুর জেলায় নয়। গোটা রাজ্যে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে বিজেপিকে ভাঙার চেষ্টা চলছে। প্রশান্ত কিশোর টাকার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ফোন করছেন। পুলিশ ফোন করে হুমকি দিচ্ছে, বলছে চলে আসুন। না হলে গাঁজার কেস দেব। আর দলের কিছু লোক ভয়ে চলে যাচ্ছে। তবে এঁরা আবার দলে ফিরে আসবেন।”

তৃণমূল ফের ক্ষমতায় এলে ইমরানকে মন্ত্রী করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে ইমরান জানিয়েছেন, প্রশান্ত কিশোরের এই প্রস্তাব তিনি সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিয়েছেন।

শুধু তাই নয়,ফোন করা হয় দেবেশ দাসকে,তাকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, আপনি ভালো ও স্বচ্ছ মানুষ। তৃণমূলে কেন যোগ দিচ্ছেন না ?সেই প্রস্তাবে দেবেশবাবু স্পষ্ট জানিয়ে দেন, ”আপনি ভুল লোককে ফোন করে ফেলেছেন।” জোড়াজুড়ি করলে দেবেশ দাস স্পষ্ট জানান, সিপিএমের মতাদর্শ আছে। সেটা ছাড়তে পারবেন না।

Back to top button