গবেষণায় বলা হচ্ছে মানুষকে করোনা হাত থেকে ‘রক্ষা’ করতে পারে নিকোটিন
বিশ্বজুড়ে চলছে করোনার থাবা ।তাই সারা বিশ্বের প্রতিটি দেশের বিজ্ঞানীরা করোনা ভাইরাস নিয়ে দিনরাত গবেষনা করছেন।এর আগে গবেষনায় জানা গিয়েছে ধূমপায়ী মানুষের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ফ্রান্সের গবেষকেরা অন্য দাবি করছেন।ফ্রান্সের গবেষক রা বলেছেন নিকোটিন মানুষকে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে। প্যারিসের হাসপাতালে গবেষকদল একটি গবেষনা করেন,সেখানে ৩৪৩ জন করোনা আক্রান্তদের নিয়ে এই গবেষনা করা হয়। তাছাড়াও আরও ১৩৯ জন করোনা আক্রান্ত ছিলেন, যাদের শরীরে করোনার সামান্য লক্ষণ দেখা গিয়েছিল।
যাদের নিয়ে এই গবেষণা করা হয় তাঁরা বেশিরভাগই ধূমপান করেন বলে জানা গিয়েছে । দেখা গিয়েছে ফ্রান্সের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ ধূমপায়ীদের মধ্যে ৫ শতাংশ করোনা আক্রান্ত হয়েছেন।যারা ধূমপান করেননা তাঁদের শরীরেই করোনা সংক্রমন হচ্ছে বেশি।
কিন্তু নিকোটিনের কোন গুনে এমনটা হচ্ছে?
গবেষকরা বলছেন, নিকোটিন আগে থেকেই রেসপিরেটর সিস্টেম দখল করে নেয়। সেই কারণে রেসপিরেটরি সেলে প্রবেশ করার পথ বন্ধ হয়ে যাওয়ায় ভাইরাস সেখানে স্বাভাবিকভাবেই প্রবেশ করতে পারে না।
করোনা সংক্রমন রোধ করার জন্য নিকোটিন সাহায্য করতে পারেন কিনা তা খতিয়ে দেখতে চলেছেন গবেষকেরা।
গবেষকেরা আরো বলছেন, তারা করোনা থেকে বাঁচতে সিগারেট খাওয়ার পরামর্শ দিচ্ছেন না।করোনা থেকে বাঁচতে নিকটিন কোনোভাবে কাজ করতে পারে কিনা তা এখনও পরীক্ষা করা হয়েছে ।