BigNews: কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ, নিহত ৩ লস্কর চরমপন্থি
ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামার দ্রাবগাম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিন চরমপন্থি নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে এ গোলাগুলি শুরু হয় বলে কাশ্মীর পুলিশ জানায়।
বন্দুকযুদ্ধে প্রথমে এক ‘চরমপন্থির’ নিহতের খবর মেলে; রোববার ভোরে পুলিশের টুইটে আরও দুজন নিহত হয়েছে বলে জানানো হয়।নিহত এ তিন জনই লস্কর-ই-তৈয়বার সদস্য।
‘তিন জন নিহত। তারা স্থানীয় সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে এক জন জুনাইদ শিরগোজরি, যে ১৩ মে আমাদের সহকর্মী শহীদ রিয়াজ আহমেদ হত্যাকাণ্ডে জড়িত ছিল,’ বলেছেন কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার।
পুলওয়ামার গুদোরা গ্রামে নিজবাড়িতে ‘সন্ত্রাসীদের গুলিতে’ গুরুতর আহত হয়েছিলেন রিয়াজ, পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বন্দুকযুদ্ধে নিহত বাকি দুজনের নাম ফাজিল নজর ভাট ও ইরফান আহ মালিক। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।