আন্তর্জাতিকনিউজ

OMG! ১ আঙুলে ১২৯ কেজি তুলে বিশ্বরেকর্ড, দেখে অবাক সকলে

এক আঙুলে ১৩০ কেজি ওজন তোলা কি সম্ভব? ভাবছেন তা কী করে হয়! অবিশ্বাস্য হলেও ব্রিটিশ নাগরিক স্টিভ কিলার এক আঙুল ব্যবহার করেই ১২৯ কেজি ৫০ গ্রাম তুলে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসে নাম লেখালেন। এমন ঘটনায় রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, পেশায় মার্শাল আর্টিস্ট ২০২২ সালের ফেব্রুয়ারিতে অ্যাশফোর্ডে এই ওজন তুলতে সক্ষম হয়েছেন।

এক আঙুল দিয়ে ১২৯ কেজির বেশি ওজন তুলে হইচই ফেলে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্টিভ কিলার কয়েকজনের সামনেই ছয়টি লোহার চাকতি তুলেন। তার মধ্যে ছিল ১০ কেজি ওজনের একটি, ২০ কেজি ওজনের একটি, ২৫ কেজির থেকে কিছুটা ওজনের তিনটি এবং ২৬ কেজি ওজনের একটি চাকতি। এর মধ্যে দিয়ে ১০ বছরের পুরনো বিশ্ব রেকর্ডটি ভেঙেছেন স্টিভ কিলার।

রেকর্ড গড়ার পর ৪৮ বছর বয়সী স্টিভ বলেন, এটি অবিশ্বাস্যভাবে বেদনাদায়ক, কিন্তু আমার আঙুলগুলো শক্তিশালী এবং উত্তোলনের জন্য গর্বিত।

এই রেকর্ড গড়তে চার বছর ধরে অনুশীলন করতে হয়েছে তাকে।

সূত্র: এনডিটিভি

Back to top button