BigNews: রাজ্যসভার জন্য তৈরি BJP, মনোনয়ন জমা দিয়েছেন যোগী রাজ্যের ৮ প্রার্থী
সম্প্রতি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভালোফল করে ফের ক্ষমতায় এসেছেন যোগী আদিত্যনাথ। আর এবার পালা রাজ্যসভা নির্বাচনের। আসন্ন ১০ তারিখে হবে রাজ্যসভা নির্বাচন। আর সেই নির্বাচনে লড়াই করতে বাকি দলের মতোই কোমর বেঁধে নেমেছে বিজেপি। ইতিমধ্যে উত্তরপ্রদেশের ৮ প্রার্থী রাজ্যসভার সদস্য হবার জন্য তাদের মনোনয়ন জমা দিয়ে দিয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার দলের অভিজ্ঞ নেতাদের সাথে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্বিতা করার জন্য ৮ জন বিজেপি প্রাথীর নাম জমা দিয়েছেন। যাদের নাম মনোনয়ন করা হয়েছে তারা হলেন বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি কে লক্ষ্মণ, প্রাক্তন বিজেপি রাজ্য প্রধান লক্ষ্মীকান্ত বাজপেয়ী, মিথিলেশ কুমার, রাধা মোহন দাস আগরওয়াল, সুরেন্দ্র সিং নগর, বাবুরাম নিষাদ, দর্শনা সিং এবং সঙ্গীতা যাদব। আদিত্যনাথ ছাড়াও, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং কেশব প্রসাদ মৌর্য।
অপরদিকে রাজ্যসভার মনোনয়ন নিয়ে মহা সমস্যায় কংগ্রেস। টিকিট না পেয়া নেতারা দলের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন। বেশিরভাগই টুইট করে তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন। বেশি ক্ষোভ দেখা গিয়েছে রাজস্থানে যেখানে তাদের সরকার রয়েছে।