নিউজ
ভারতীয় জওয়ান ২২ কিমি পাহাড়ি পথ হেটে পারি দিয়ে বাড়িতে পৌঁছে দিলেন মৃত দেহ
শুধু দেশের কাযেই পারদর্শী তা নয় পাশাপাশি বহু কাজে পারদর্শী ভারতীয় জওয়ান ,তারা প্রতিটি ক্ষেত্রে মানবকিতার অনেক উদাহরণ দিয়েছেন।২২ কিমি পাহাড়ি পথ পারি দিয়ে এক মৃত কুলির দেহ পরিবারের হাতে তুলে দিলেন আইটিবিপির সাত জন কর্ম।মৃত কুলির নাম ভূপেন্দ্র রাণা, বয়স ৩০। পিথোরগড়ের বাসিন্দা ওই ৩০ বছরের ভূপেন্দ্র রাণা পাহাড়ি আইটিবিপি-র জওয়ানদের জন্য অনেকদিন ধরেই প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে আনার কাজ করতেন।
কিন্তু গত মাসের ২৮ তারিখ বুগদিয়ার আউটপোস্টে যাওয়ার পথে ধসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। কিন্তু আবহাওয়ার জন্য চপারে করে দেহ আনা সম্ভব হয়ে ওঠেনি । অন্যদিকে তাকে শেষ দেখার অপেক্ষায় ছিলেন তার পরিবার । অবশেষে কোন উপায় না পেয়ে ভারতীয় সেনারা তার মৃতদেহ কাঁধে নিয়ে ২২ কিলোমিটারের খাঁড়াই পথ অতিক্রম করেন ও পরিবারের হাতে তুলে দেন ভূপেন্দ্র রানার মৃতদেহ ।