প্লে স্টোরে টপ ১০ এ রয়েছে ভারতীয় অ্যাপ
দেশীয় জিনিস ব্যবহারের এগিয়ে গেলো ভারত। প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় জিনিস ব্যবহারের ওপর কথা বলেন। গত রবিবার “মন কি বাত” অনুষ্ঠানে দেশীয় জিনিস ব্যবহার নিয়ে বক্তব্য রাখার পর থেকেই দেশের মানুষের মধ্যে স্বদেশী জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যায় । যার ফলে বেড়েছে একাধিক দেশি অ্যাপের ব্যবহার। দেশের প্রায় ৭০০০ অ্যাপের মধ্যে থেকে সেরা অ্যাপগুলিকে বেছে নিয়েছে “আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ”।
বেছে নেওয়া হয়েছে বিনোদন, বিজনেস, গেমিং, ইউটিলিটিস, সোশ্যাল মিডিয়া এবং ফিটনেসের মধ্যে থেকে সেরা অ্যাপগুলিকে। এমনকি ডাউনলোডের তালিকায় একাধিক বিভাগে শীর্ষে রয়েছে ভারতীয় অ্যাপগুলি। স্বদেশী অ্যাপগুলি ব্যবহারের তালিকায় প্রথম দশে রয়েছে স্ন্যাপচ্যাট, জোশ, শেয়ারচ্যাট, রোপোসো, মোজ, এবং চিঙ্গারি।ফিটনেস বিভাগের মধ্যে অ্যাপগুলি আছে তারমধ্যে প্রথম সারিতে আছে, আরোগ্য অ্যাপ, লস ওয়েট অ্যাপ, ইনক্রিজ হাইট ওয়ার্কআউট, সিক্স প্যাক ইন ৩০ ডেজ, স্টেপসেটগো, হোম ওয়ার্কআউট। তাছাড়াও শিক্ষা বিভাগে সারিতে রয়েছে সরলদাতা, ভূত কিডস, পাঞ্জাব এডুকেয়ার, আপ সরকার সেবা, দৃষ্টি এবং কুটুকি কিডস অ্যাপ।