নিউজ

আতঙ্কিত আমেরিকায় বসবাসরত ভারতীয় এবং চিনা নাগরিক

উড়ো চিঠিতে হুমকি পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসরত ভারতীয়রা ,চিনারাও।জানা যায় চিঠিতে বলা হয়, দ্রুত আমেরিকা না ছাড়লে, ফল ভালো হবে না। নাহলে যেখানে পাবে সেখানেই গুলি করব ।

এই হুমকি চিঠি পাওয়ার পর থেকেই আতঙ্ক বেড়েছে ।তাই এই বিপদেড় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁরা টেক্সাসের ইরিভিং পুলিশএর শরণাপন্ন হ্তেও বাধ্য হয়েছেন।

ভারতীয় ও চিনাদের অনেকেই এই দেশে বহুদিন ধরে চাকরি করছেন, আর তাদের কারণেই অনেকে এই দেশে চাকরি পাচ্ছেন না। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই এসব আর দিনের পর দিন চাকরি খুঁজে না পাওয়ার কারণে মার্কিনিদের কর্মসংস্থানের সুযোগ কমে আসছে। এর ফলস্বরূপ সবরকম ঝামেলার কেন্দ্রে এখন ভারত-চিনের নাগরিকরা।

Back to top button