নিউজ

একেবারে শুদ্ধ দেশি রোম্যান্সে প্রিয়ংকা চোপড়া

হাত এমনি একটি অঙ্গ যা ছাড়া মানুষ অচল বলাই চলে ,যে ব্যাক্তির হাত নেই একমাত্র সেই ব্যাক্তি জানে তার দুঃখ কতো। হাত ছাড়া সব কাজ অচল। হাতের প্রসঙ্গ যখন উঠেই এসেছে তো জেনে নেওয়া যাক হাতের ব্যাপারে।
২০১৯ এর কান ফিল্ম ফেস্টিভ্যালে নিকোলাস জেরি জোরাস আর প্রিয়াঙ্কা চোপড়ার ছবি খুবই চর্চিত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। কেউ কেউ বলেছেন হাত টি সঠিক স্থানে রাখুন। নিকের এই হাত নিয়ে বেশ ভাল রকম ট্রোল হয়েছেন এই দম্পতি।কিন্তু প্রিয়ংকা ভারতীয় মেয়ে তাই প্রিয়াঙ্কা নিজের সংস্কৃতি ভুলে যাননি। সবাই চুম্বনে ব্যস্ত থাকলেও নিক-প্রিয়াঙ্কা কিন্তু একে অপরের বুকে মাথা রেখেই শুভেচ্ছা আর ভালোবাসা জানান। তাই হাত যেখানেই থাকুক ভালোবাসার জায়গা আলাদা।

Back to top button