আপনি কি থাইরয়েড সমস্যায় ভুগছেন? বুঝেনিন এসব লক্ষণ দেখে
থাইরয়েড রোগীর সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। এই রোগের লক্ষণগুলো অনেকেরই অজানা । যার ফলে শুরুতে থাইরয়েডের সমস্যা শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।আপনিও কি থাইরয়েড সমস্যায় ভুগছেন? তাহলে বুঝেনিন এসব লক্ষণ দেখে-
১-ঘাম
গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটা যদি ঠাণ্ডা পরিবেশে ঘাম হয় তাহলে আশঙ্কাজনক। কর্মশক্তি নিয়ন্ত্রক হরমোন যখন পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না তখন অস্বাভাবিক মাত্রায় এবং অস্বাভাবিক পরিবেশ ঘাম হতে পারে।
২-অবসাদ
নিজেকে যদি সবসময় অবসাদগ্রস্ত বলে মনে হয় তাহলে নিশ্চই এর সঙ্গে থাইরয়েডের সম্পর্ক আছে।
৩-স্বাদ-গ্রন্থির সমস্যা
আপনি যে খাবার গুলো একটা সময় খুব পছন্দ করছেন, সেই খাবারগুলি যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি নিশ্চই থাইরয়েডের সমস্যায় রয়েছেন।
৪-শুষ্ক ত্বক
ত্বক শুষ্ক হয়ে গেলে অনেকেই ঋতু পরিবর্তনের কারণে হয়েছে বলে মনে করে থাকেন। কিন্তু জানেন কি, এই সমস্যা থাইরয়েডের সমস্যার কারণেও হতে পারে। এমনটা হলে কারোর ক্ষেত্রে বেশি ঘাম হয়। আবার কারোর ক্ষেত্রে কম।