সমুদ্রের উপর ৩৪ মাইল দীর্ঘ ব্রিজ, দেখে অবাক সকল দর্শনার্থীরা
দুটি দ্বীপকে শহরের সাথে যুক্ত করার জন্য চিনে ৫৫ কিলোমিটার বা ৩৪ মেইল দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। আর এই দীর্ঘ আকারের ব্রিজটি নির্মাণ করতে খরচ হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা। যার মধ্যে ব্রিজের মূল অংশ নিরামনেই খরচ হয়েছে সবচেয়ে বেশি।
প্রকৌশলী ও স্থাপত্য নির্মাণ হিসেবে দুর্দান্ত দেখতে এই ব্রিজ নিয়ে হয়েছে অনেক সমালোচনাও। এই ব্রিজটিকে চীনের স্থানীয় ভাষায় নাম দেওয়া হয়েছে ‘শ্বেতহস্তী’।
এই দীর্ঘ ব্রিজটিকে টাইফুন ও ভুমিকপ থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়েছে ৪ লক্ষ টন স্টিল।যা দিয়ে সহজেই তৈরী করা যেত ৬০ টি আইফেল টাওয়ার।
ব্রিজটি প্রায় ৩০ কিমি জুড়ে পথ গিয়েছে পারল নদীর উপর দিয়ে। চীন এই ব্রিজ নির্মাণ করেছে হংকং, ম্যাকাও সহ মোট ৯ টি শহরকে যুক্ত করার জন্য।
তবে কেউ চাইলেই এই ব্রিজ পার হতে সিপারবে না। এই ব্রিজ পার হতে হলে নিতে হবে বিশেষ অনুমতি। আর যেকোনো ধরণের যানবাহন কে এই ব্রিজের উপর দিয়ে যেতে হলে দিতে হবে টোল ট্যাক্স। এই ব্রিজে নেই কোনো পরিবহনের ব্যবস্থা। তবে যাত্রী ও পর্যটকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।