দেশ

পাঁচ দিনে ৩০০০ কোটি টাকা জমা পিএম কেয়ার্সে, কাদের টাকা ? জানা যাক বিস্তারিত

করোনা অতিমারী থেকে রক্ষা পেতে ও করোনার সাথে লড়াই করার জন্য পি এম কেয়ার ফান্ডের যাত্রা শুরু হয়েছিল ২ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে। কিন্তু পি এম ক্যারের্স ফান্ড চালু হওয়ার পর ৫ দিনের মাথাতে দেশ -বিদেশ থেকে ৩০০০ কোটি টাকার বেশি অর্থ পি এম কাজ ফান্ডে জমা পরে। তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে প্রথমে তথ্য দিতে অস্বীকার করলেও এবার পি এম কাজ ফান্ডের তথ্য জন সমক্ষে প্রকাশ করলো প্রধানমন্ত্রী দফতর।

আর এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম টুইটারে লেখেন
‘‘পিএম কেয়ার্স ফান্ডের হিসেবে দেখা গিয়েছে, ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত, পাঁচ দিনে ৩ হাজার ৭৬ কোটি টাকা জমা পড়েছে। কিন্তু যে দয়ালু মানুষ জন অনুদান দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করা হবে না কেন? অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা বা ট্রাস্টে যদি কেউ নির্ধারিত সীমার বেশি টাকা অনুদান দেন, সে ক্ষেত্রে অনুদানকারীদের নাম প্রকাশ করা বাধ্যতামূলক। শুধুমাত্র পিএম কেয়ার্স ফান্ডকে ছাড় দেওয়া হচ্ছে কেন?’’

তিনি আরও লেখেন, ‘‘যিনি দান গ্রহণ করেছেন, তাঁকে সবাই চেনেন। ট্রাস্টিদেরও চেনেন সকলে। তাহলে অনুদানকারীদের নাম প্রকাশে ভয় কিসের?’’

Back to top button