লাইফস্টাইল

যেসব মারাত্মক রোগের লক্ষণ হতে পারে পেট ব্যথা, জেনেনিন অবশ্যই

এমন অনেকেই আছেন যারা পেটে ব্যথা করলে ভীষণ অবহেলা করেন।তাই তাদের জন্য বলছি, এমন যদি আপনি করে থাকেন তাহলে সেটা ভুল। কারণ, পেট ব্যথা লক্ষণ আপনার অন্য কোনো মারাত্মক রোগ রয়েছে। কিন্তু কি সেই রোগ?

১-পিত্তে পাথর (নাভির চারপাশে অস্বস্থি)
নাভির চারপাশে পেটে ব্যথার সঙ্গে যদি ঘাড়েও অল্প ব্যথার অনুভূতি হয় এবং বিশেষ করে চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে হয়, তবে এর কারণ হতে পারে পিত্তে গড়ে ওঠা পাথর।তাই কখনোই অবহেলা নয়। চিকিৎসকের কাছে যান এবং পরামর্শ নিন।

২-অ্যাপেন্ডিসাইটিস (পেট নিচের ডান পাশ তীক্ষ্ম ব্যথা)
আপনার শরীর যদি গরম ভাব থাকে, পেট থেকে বায়ু নির্গম করতে কষ্ট হয় ও ডায়ারিয়া হয় তাহলে সেটা অ্যাপেন্ডিসাইটিস-এর লক্ষণ। এই সময় হাঁচি কাশি দিলেও পেটে ব্যাথা করে।

Back to top button