নিউজ

জলপাইগুড়িতে বাসের সঙ্গে ট্যাঙ্কারের ধাক্কায় আহত ১৬

জলপাইগুড়ির রাজগঞ্জে যাত্রী ভরা একটি পাবলিক বাসের সাথে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ১৬ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা ভয়াবহ ।বুধবার সকাল দশটার দিকে দিনহাটা থেকে শিলিগুড়ি যাচ্ছিল এই বাসটি । বাসে পঞ্চাশেক যাত্রী ছিলেন। রাজগঞ্জ ব্লকের সারিয়ামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কার আচমকাই বাসটির সামনে চলে ফলে মুখোমুখি সংঘরসিত হয় গাড়ি দুটির । জানা যায় গাড়ি দুটির গতি খুব বেশি ছিল ।

এক্সিডেন্ট এর শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের মানুষেরা । তাঁরাই ধীরে ধীরে উদ্ধার করতে থাকে সব যাত্রী দেড় । খবর পেয়ে চলে যায় পুলিশ।সঙ্গে সঙ্গে যাত্রীদের উদ্ধারের জন্য খবর দেওয়া হয় দমকলকেও। রাজগঞ্জ ব্লকের সিআই দীপোজ্জ্বল ভৌমিকও খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন। দমকলের একটি গাড়ি এসে উদ্ধার কাজ শুরু করে জখম ১৬ জন যাত্রীকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তারা।

বাসে থাকা বেশির ভাগ যাত্রীই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলেন বলে জানা গেছে।বাসের চালক ও খালাসির অবস্থা অত্যন্ত খারাপ থাকায় তাদের দু’জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বাস ও ট্যাঙ্কার দু’টিই অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। তাই মুখোমুখি চলে আসার পর আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি যার ফলে এই দুর্ঘটনা ঘটে ।

Back to top button