লাইফস্টাইল

প্রেমের সঙ্গী কি আদৌ বিয়ের জন্য উপযুক্ত? বুঝেনিন এই উপায়ে

একটা সম্পর্ক শুরুর দিকে যতটা না গভীর হয় তার থেকে আরো বেশি গভীর হয় ২-৩বছর বা তার বেশি কেটে গেলে।এভাবে চলতে চলতে একটা সময় বিয়ে করার সময় হয়ে যায়।কিন্তু আপনার সঙ্গী কি বিয়ের জন্য আদৌ উপযুক্ত।এই প্রশ্ন ছেলে কিংবা মেয়ে প্রত্যেকের মনেই থেকে যায়। তাই এই কথাটি বোঝার জন্য আপনাকে বেশ কিছু জিনিস লক্ষ করতে হবে। আসুন তবে জেনেনিন কোন কোন জিনিস-

১-মেনে নেওয়া
আপনার সঙ্গী কি আপনার অতীত সম্পর্কে সবটা জানে? আপনি কি ভালোবাসেন কি বসেন না? এমনকি আপনি দেখতে যেমনি হন না কেন সে আপনাকে পছন্দ করে? এসব উত্তর যদি হ্যাঁ হয় তবে বিয়ের জন্য এগোন।

২-তার অনুভতি
আপনি হয়তো আপনার সঙ্গীকে ভীষণ ভালোবাসেন। কিন্তু সে কি আপনাকে ভালোবাসে। যদি বসে তাহলে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যান। আর যদি আপনার মনে হয় সে আপনাকে ভালোবাসে না তাহলে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন।

৩-সবসময় পাশে থাকা
আপনি কোনো সমস্যায় পড়লে সে কি সেই সমস্যা সমাধান করার জন্য উঠে পরে লাগে? যদি হ্যাঁ হয়, তাহলে আর চিন্তা কিসের। তৈরী হয়ে যান বিয়ের জন্য।

৪- জীবনযাত্রা
আপনার সঙ্গী অকারণেই অস্বস্তিতে ভোগে? অস্বস্তি সমাধানের চেষ্টা না করে পালিয়ে বাঁচতে চায়? ধূমপান, মদ্যপানের অভ্যাস আছে? থাকলে তা কোন মাত্রার? দুটি মানুষ বাকি জীবনটা একসঙ্গে কাটাতে হলে এই বিষয়গুলোও আপনাকে ভাবতে হবে।

Back to top button