বিনোদন

রিয়ার পাশে দাঁড়ালেন বিদ্যা বালান, দিলেন মোক্ষম জবাব

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবার পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বিদ্যা বলেন, ‘সত্যিই খুব দুর্ভাগ্যজনক! কী মর্মান্তিক সুশান্তের মৃত্যু, কিন্তু মিডিয়া অভিনেতার মৃত্যুকে একেবারে সার্কাসে পরিণত করেছে। মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে প্রতিনিয়ত চলেছেন রিয়া চক্রবর্তী!’

গত সোমবার লক্ষী মাঞ্চু একটি টুইট করেন।লক্ষীর ওই টুইটে রিটুইট করেছিলেন তাপসী। আর এবার বিদ্যা রিটুইট করে লেখেন, ‘ভগবান তোমার মঙ্গল করুন। এভাবে সবার সামনে কথাটা জোর দিয়ে বলার জন্য। সত্যি তো সুশান্তের মৃত্যু নিয়ে মিডিয়া সার্কাস তৈরী করেছেন। রিয়াকে নিয়ে এমন এমন কথা হচ্ছে যা লজ্জা জনক। আমিও একজন মেয়ে তাই কতটা যে খারাপ লাগছে তা প্রকাশ করতে পারবোনা ‘।

তিনি আরো বলেন, ‘অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তো একজনকে নিরপরাধই ধরা হয়। নাকি এখন নিরপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে যে রিয়া অপরাধী?’

Back to top button