একমাসে ৮ বার একই সাপের কামড়, এরপরও জীবিত কিশোর !
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রামপুর নামক গ্রামের একটি ঘটনা। ওই গ্রামের যশরাজ মিশ্র নামের এক ১৭ বছরের কিশোর বালক জানিয়েছে তাকে গত একমাস ধরে একটি সাপ পিছু ধাওয়া করছে। ইতিমধ্যে তাকে ওই সাপ ৮ বার কেটেছে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনোরূপ ক্ষতি হয়নি।
পর পর একই সাপের আক্রমণে এখন আশংকায় দিন কাটছে যশরাজ ও তার পরিবারের। এই প্রসঙ্গে যশরাজের বাবা চন্দ্রমৌলি মিশ্র জানিয়েছেন প্রথমবার সাপ টি কামড়ানোর পর তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলো তারা সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে যশরাজ।
এরপর আরো কয়েকবার সেই সাপটি তাকে কামড়ালে স্থানীয় সাপুড়ে ও বিষিয়স্ত ব্যক্তিদের পরামর্শে তাকে পাঠিয়ে দেওয়া হয় বাহাদুর গ্রামের আত্মীয়ের বাড়িতে।
কিন্তু তাতেও রক্ষে নেই যশরাজের পিছু নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় সাপটি। ও সেখানেও যশরাজকে সুযোগ বুঝে কামড়ে দেয় ওই সাপ। এইভাবে গত ১ মাসে যশরাজকে সাপটি কামড়িয়েছে মোট ৮ বার।
শেষবার ২৫ অগাস্ট ওই সাপের কামড় খেয়েছে যশরাজ। তখনও তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসার পর এখন সুস্থ আছেন যশরাজ।
তবে ওই সাপের আবার আক্রমণের আতঙ্কে রয়েছেন ১৭ বছরের ওই কিশোর।
যশরাজের বাবা -মা ডাক্তারের পরামর্শ মেনে চলার পাশাপাশি দ্বারস্থ হয়েছেন স্থানীয় সাপুড়ের কাছে। কেন ওই সাপ বার বার তাদের ছেলেকে কামড়াচ্ছে ? সেই প্রশ্নের উত্তর এখনো পায়নি যশরাজ ও তার পরিবার।