দেশে ফের গুপ্তধন এর সন্ধান মিললো ,উদ্ধার হলো ১৫৮ বছরের সম্পত্তি
মাটি খুঁড়ে উন্নাও থেকে উদ্ধার হলো ১৫৮ বছর মাটির তলায় থাকা গুপ্তধন। মাটির পাত্রের মধ্যে পাওয়া গিয়েছে বহু পুরোনো দিনের রূপো ও তামার মুদ্রা।ফের এবার উন্নাও শিরোনামে।
গুপ্তধন উদ্ধারের খবর মিলতেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ কর্মীরা । উদ্ধার হওয়া মুদ্রাগুলিকে এসডিএম অফিসে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে সেগুলিকে সিল করে ডিএম অফিসে পাঠানো হয়। গ্রামবাসীদের মতে জানা যায় বহু দিন আগে এখানে কেউ ওই মুদ্রা লুকিয়ে রেখেছিল।
জানা গিয়েছে ওই গ্রামে সচিবালয় নির্মাণের জন্য কাজ চালাচ্ছিল গ্রাম পঞ্চায়েত। সে সময় শ্রমিকেরা কাজ করতে করতে হঠাৎই তাঁদের বেলচা একটি মাটির পাত্রে আঘাত করে।
জোরে শব্দ হতেই শ্রমিকরা হাত দিয়ে মাটি সরিয়ে উদ্ধার করে মাটির পাত্র । তার মধ্যেই ছিল রূপা ও তামার মুদ্রা। খবর পেয়ে পুলিশ অফিসার ইনচার্জ রাজেশ ঘটনাস্থলে গিয়ে মুদ্রা সংগ্রহ করেন ও সেগুলি এসডিএম অফিসে নিয়ে যান।এসডিএম রাজেন্দ্র কুমার জানিয়েছেন, ১৮৬২ সাল থেকে ১৯১৯ সাল, এই সময়ের মোট ১৭ টি রূপার মুদ্রা পাওয়া গিয়েছে। এছাড়া মিলেছে ২৮৭ টি তামার মুদ্রা। তবে তামা পুরনো হওয়ায় শনাক্ত করা যায়নি। এটি সিল করে জেলা ম্যাজিস্ট্রেট অফিসে পাঠানো হচ্ছে। সেখান থেকে প্রত্নতত্ত্ব বিভাগ পাঠানো হবে।