বিনোদন
অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে কথা, ফাঁস বিদ্যা বালানের রহস্য
বলিউডের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী বিদ্যা বালান বলিউডের হট অভিনেত্রীদের তালিকাতে পড়ে না। তবে জানেন কি, বিদ্যাই উষ্ণতার চরমে পৌঁছেছিলেন ডার্টি পিকচারে। ছবি ঘিরে শুরু হয়েছিল নানা জল্পনা। যেখানে বিদ্যাকে পুরো নতুন অবতারে দেখা গিয়েছিলো। পরিনিতার সঙ্গে যেন কোনো মিল ছিল না।
পুরো হট লুকে ধরা দিয়েছিলেন বিদ্যা। যা ঝড়ের মতো নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকি এই নিয়ে অনেকবার একাধিকবার সাক্ষাৎকারে কথাও বলেছেন অভিনেত্রী।
এমনকি বিদ্যাকে একবার প্রশ্ন করা হয়েছিল, মেয়েদের জীবনে সঙ্গম নিয়ে তার কী মতামত। সেক্স নিয়ে তার ধারনা কী? সেই প্রশ্নের উত্তরে বিদ্যা বলেছিলেন, ‘সেক্স মেয়েদেরও প্রয়োজন, সেক্স মেয়েরাও পছন্দ করে। সেক্স নিয়ে একটা ছেলের চাহিদা যতটা ঠিক ততটাই চাহিদা থাকে মেয়েদেরও।’