অভিনেত্রী জ্যাকুলিনের গালে কিসের কামড়? এই নিয়েই শুরু জল্পনা
জন্মসূত্রে শ্রীলঙ্কার নাগরিক। তবুও ভারতে অন্যতম জনপ্রিয় নাম জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনয় দক্ষতার পাশাপাশি সাজ-পোশাকের ধারণার দিক দিয়েও তার বিশেষ খ্যাতি। প্রত্যেকবার জ্যাকলিন জনসমক্ষে আসলেই তার পোশাক নিয়ে চর্চা হয়। আবারও হলো।
এ দিন মুম্বাইয়ের পথে দেখা গেল তাকে।
দুধ-সাদা সাবেকি ধাঁচের সালোয়ার কামিজ পরেছিলেন ‘বচ্চন পাণ্ডে’-র অভিনেত্রী। বুকের ওপর মানানসই ওড়না। সেই সঙ্গে চোখে চশমা আর হাতে বাহারি জলের বোতল। মুক্তার মতো হেসে ক্যামেরায় হাত নেড়ে চলে গেলেন জ্যাকুলিন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই মুগ্ধ ভক্তকুল। তবে কারও কারও চোখ গেল অন্য জায়গায়।
অভিনেত্রীর বাম গালে ওটা কী? ভালোবাসার কামড়ের দাগ নয়তো? কিন্তু কার? সে নিয়েই শুরু জল্পনা।
গত মাসেই জ্যাকলিনের প্রায় সাড়ে ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। ইডির অনুমান, সুকেশের সঙ্গে হাত মিলিয়েছেন অভিনেত্রী। পুরনো মামলায় নাম জড়ানোয় আদালতে তাকে প্রায়ই হাজিরা দিতে যেতে হচ্ছে।