বিনোদন

‘১৭বছর ধরে কাজ করে ঠোঁট ফুলে গিয়েছে’

বলিউডের জনপ্রিয় ‘কিসার’ অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ‘১৭বছর ধরে কাজ করে ঠোঁট ফুলে গিয়েছে’।কিন্তু একথায় কি বোঝাতে চেয়েছেন ইমরান।তবে বিষয়টি খোলসা করেছেন ইমরান নিজেই।

ইমরান হাশমি জানান, ‘আমি ১৭বছর ধরে চুমু খেতে খেতে ক্লান্ত। কেউ আমার যন্ত্রণা বোঝে না। ভাই, তুমি ১৭ বছর ধরে করে দেখাও। ছবি পিছু কুড়িটা করে চুমু। আমার ঠোঁট ফুলে গিয়েছে’।

তবে এখন ইমরান এই চুমুর শুটিং থেকে বেরিয়ে আসতে চাইছেন। কিন্তু একটা ইমেজ তৈরী হয়ে গেলে সেখান থেকে বেরোনোটা যে কঠিন নয় এ কথাও জানান বলিউড অভিনেতা ইমরান হাশমি।

Back to top button