লাইফস্টাইল

যে ৫টি কারণে পুরুষেরা নারীর প্রতি আগ্রহ হারায়

সবার ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা মধুর হয়। তবে একটা সময় অনেকের ক্ষেত্রেই দেখা যায় ধীরে ধীরে তাদের সম্পর্ক যেন ভেঙে যাচ্ছে।কিন্তু কেন এমনটা হয়ে থাকে? আর কেনই বা অনেক পুরুষই তার পছন্দের মানুষটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। আসুন তাহলে জেনে নেয়া যাক-

১-আবেগের প্রকাশ
যখন কাউকে ভালো লাগে তখন নারীরা তা খুব সহজেই প্রকাশ করতে পারেন। কিন্তু পুরুষেরা বুঝে উঠতে পারে না সেই নারীর প্রতি তিনি কিভাবে সারা দেবেন। তাই তারা অনেক সময় নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে ভালোবাসেন।

২-শারীরিক আকর্ষণ
শারীরিক সম্পর্কের ক্ষেত্রে নারী ও পুরুষ সম্পূর্ণ বিপরীত। নারীরা শারীরিক সম্পর্ক স্থাপনের পরে পুরুষের প্রতি মানসিকভাবে বেশি আকর্ষিত ও সংযুক্ত হয়। অন্যদিকে, পুরুষেরা সহজেই ও দ্রুত আকর্ষণ হারিয়ে ফেলে।তাই সম্পর্কের শুরুতেই সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কে মত দেওয়া ভুল।

৩-ভালোবাসায় জোর
যখন একটা সম্পর্ক শুরু হয় তখন হয়তো শুধু কথা হয়। কিন্তু সেই সম্পর্কটা যখন ধীরে ধীরে আরো গারো হতে থাকে তখন পুরুষেরা ভালোবাসার পাশাপাশি সঙ্গীর ওপরেও জোর খাটাতে শুরু করে।আর এই একই অনুভতি পুরুষের ক্ষেত্রে না হলে সেই নারীর প্রতি পুরুষেরা বিরক্ত বোধ মনে করেন।

৪-অসম্মান করে কথা বলা
ভুলেও কখনো সঙ্গিনীর সঙ্গে খারাপ করে কথা বলবেন না। কারণ সে যদি মনে করে যে তাকে আপনি অপমান করছেন তাহলে সে ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবেন।

Back to top button